জেলা শিক্ষা অফিস: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অধীন একটি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা মন্ত্রণালয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অফিস: এই অফিসটি ডেপুটি কমিশনারের অফিসের কাছে তিনটি তলাবিশিষ্ট ভবন, ফৌজদারি মোর, দেওয়ানপাড়া, জামালপুর।
পরিবেশিত অফিসের অধীনে: ৭ (সাত) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস
জনশক্তি: জেলা শিক্ষা কর্মকর্তা -১, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা -১, গবেষণা কর্মকর্তা -১, সহকারী ইন্সপেক্টর -১, সহকারী প্রোগ্রামার -১, জেলা প্রশিক্ষণ কো-অর্ডিনেটর -১, প্রধান সহকারী -১, ডাটা এন্ট্রি অপারেটর -১, অফিস সহকারী সহ-কম্পিউটার অপারেটর -৩, স্টোর কের -১, এমএলএসএস -৪, মোট -২০।
যোগাযোগ ঠিকানাঃ জেলা শিক্ষা অফিস, জামালপুর, টেলিফোন নং- ০২-২৯৯৭৭৭২১৬৯, । ই-মেইল: jamalpurdeo@gmail.com ওয়েব পোর্টাল: deo.jamalpur.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস