জাতীয় শিক্ষানীতি ২০১০ এবং রূপকল্প ২০৪১ এর আলোকে অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রম নিশ্চিতকরণ ও বাস্তবায়ন, ব্যয় ও সময় সাশ্রয়ী এবং সহজলভ্য সেবা প্রদানের লক্ষ্যে নিয়োগ, পদোন্নতি, বদলি, প্রশিক্ষণ, এমপিও, ভর্তি ও অন্যান্য সেবা অনলাইনে প্রদানের মাত্রা ও পরিধি বৃদ্ধি, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর চাকুরী সংক্রান্ত হালনাগাদ তথ্যের ডাটাবেজ তৈরী ও নিয়মিত হালনাগাদ করণ, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন, ভাষা ল্যাব স্থাপন ও অগ্রসর/অনগ্রসর (চর) এলাকায় নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং পরিধি বৃদ্ধি করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস